সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৫, ৫ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

বন্দরে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  পুলিশ। ধৃতরা মাদক বিক্রেতারা হলো বন্দর উপজেলার পিচকামতাল এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে মিলন (৪৫) ও একই এলাকার নুরু মিয়ার ছেলে মিলন (৪৮)। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক খাইরুল বাশার বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৫(৯)২৫। ধৃতদের শুক্রবার (৫ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)  দিবাগত রাত ২টায় বন্দর উপজেলা পিচকামতালস্থ ধৃত মাদক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।