
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ছুটির দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতি কম্পোজিট লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্রমিকেরা ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শনিবার ছুটি দাবি করে। কিন্তু কর্তৃপক্ষ ছুটি দিতে পারবে না বলে জানালে শ্রমিকরা কাজ বন্ধ রেখে সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদেরকে আজকের মত সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয়।
নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, ছুটির দাবীতে শ্রমিকেরা বিক্ষোভ করেছিল। ছুটি দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।