ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার সময় রাজিয়া সুলতানা নামের এক নারীর ওপর হামলা চালিয়েছে বিবাদীরা। এঘটনায় সেই নারী ও তার দুই শিশু পুত্র আহত হন।
রোববার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এঘটনায় আহত রাজিয়া সুলতানা (৩৮) বাদী হয়ে ফতুল্লা থানার একটি অভিযোগ দায়ের করেছেন। এতে অভিযুক্তরা হলেন- শাকওয়াত হোসেন খান (৫০), সাত্তারের ছেলে ইসমাইল (৪৬), হিরন (৩৮), শাহালম (৪৮), সাত্তার সরকারের ছেলে টিটু (৫০), রাসেল ব্যাপারি (৩৫)। এছাড়াও আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
রাজিয়া সুলতানা জানান, ইসমাইলের কাছে আমরা স্বামী ২৫ লক্ষ টাকা পায়৷ গত এক বছর যাবৎ তারা টাকা না দিয়ে টালবাহানা করছে। এ ঘটনায় আমরা একটি মামলা দায়ের করেছি। আজ আদালতে মামলার শুনানিতে যাওয়ার সময় আদালতে তারা আমার ওপর হামলা চালায়। এসময় আমাকে এবং আমার দুই ছেলে জিদান (১৭) ও আব্দুল্লাকে (৫) মারধর করে আহত করে তারা।
এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আমরা অভিযোগটি পেয়েছি। তদন্ত শেষে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।

