বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১০, ২৯ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্য ইস্রাফিল হোসেন (২৫) নামের এক যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৮ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হাটাবো পারটেক্স সুগার মিলের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে রামদা, ছোরাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

ইস্রাফিল হোসেন উপজেলার হাটাবো গ্রামের মফিজুল মিয়ার ছেলে। 

রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিন বলেন, সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ইস্রাফিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে পুলিশের কাছে সবকিছু স্বীকার করেছে। রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে। ইস্রাফিল হোসেনকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।