রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ওরা ৭ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪১, ৪ অক্টোবর ২০২৩

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ওরা ৭ জন গ্রেপ্তার

প্রতীকী ছবি

বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছেলে শাওনসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (৪ অক্টোবর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

এর আগে গত মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার ফরাজিকান্দা এলাকার জাতীয় পার্টির নেতা বাচ্চু মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওন (৩৫) একই এলাকার মৃত নুরুল হক মিয়ার ছেলে সোহেল (৩৬) মদনগঞ্জ এমএম ঘোষালরোড এলাকার আব্দুল ছালাম মিয়ার ছেলে তারেক (৩৭) কলাগাছিয়া ইউনিয়নের ১নং নয়ানগর এলাকার সেলিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী প্রান্ত (১৮) মদনগঞ্জ লক্ষারচর এলাকার তৈয়ব আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইসলাম (৪০) বন্দর ইউনিয়নের বিবিজোড়া এরাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোতালিব (১৯) ও   নবীগঞ্জ এসআই রোড এলাকার বাচ্চু মিয়ার ছেলে রতন (৩২)। 

থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই বারেক হাওলাদার ও এসআই স্ইাফুল আলম পাটুয়ারীসহ সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।