
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুরষ্কার পেয়েছেন বন্দর থানার এসআই মো. তৌহিদুজ্জামান।
বুধবার (২৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল পুরষ্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, গত এক মাসে তিনি ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার, জিআর, সিআর ও সাজা পরোয়ানাসহ মোট ৩ টি পরোয়ানা নিষ্পত্তি, ৫টি মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় ২ জন আসামি গ্রেফতার, এবং ১০টি বি-রোল ইস্যু করেন।
পুরস্কার প্রাপ্তিতে এসআই তৌহিদুজ্জামান বলেন, কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি। আন্তরিক ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি যাদের আন্তরিক প্রচেষ্টায় আমার এই অর্জন এ পুরস্কার তাদের উৎসর্গ করলাম। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে।