ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিস্তল, একটি খেলনা পিস্তল, তিনটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার, চারটি ছোরা এবং এক কেজি গাঁজাসহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে রাতে পূর্ব ইসদাইর চাষাড়া রেললাইন ফরিদা ক্লিনিকের পিছনে জনৈক নাসির সাহেবের বাড়ীর (৫২ ঘর নামে পরিচিত) হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভিতর থেকে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরী ম্যাগজিন ভর্তি একটি পিস্তল, যার সমগ্র বডি ঘষা মাজা করা এবং ম্যাগাজিনের ভিতরে একটি গুলি যার অগ্রভাগ (বুলেট) বিহীন উদ্ধার করে জব্দ করা হয়।
জানা যায়, গত ৫ ডিসেম্বর রাতে ইসদাইর এলাকার রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভসহ (১৯) অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি হরমুজ মুন্সীর ঘরে প্রবেশ করে তার নাতি হানিফ (২২) একটি মোবাইল এনেছে এই অজুহাতে হরমুজ মুন্সীর ঘরে থাকা আসবাবপত্র এলোমেলো করে এবং মোবাইল ফোন না পেয়ে ঘরে থাকা ব্যক্তিদের মারধর করে বের করে দিয়ে দরজা আটকিয়ে চলে যায়।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোঃ আনোয়ার হোসেন জানান, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় রাজ্জাকের নামে একটি অস্ত্র মামলা ও রাজ্জাক এর ছেলে ওয়াসিম (২২) এর নামে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। রাজ্জাকের (৪৫) নামে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

