
প্রতীকী ছবি
সাত খুনের ঘটনায় কারাবন্দি নাসিকের সাবেক কাউন্সিলর নূর হোসেনের মা আছিমুন্নেছা ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি.....রাজিউন। সোমবার বিকালে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, নূর হোসেনের ছোট ভাই আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি নুরুজ্জামান জজ মিয়া।
তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি ছয় পুত্র, দুই কন্যা, নাতি নাতনী, আত্বীয়স্বজন ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।