ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আড়াইহাজারে সোমবার সকাল ১১ টায় প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজারের আর্মি ক্যাম্পের অধিনায়ক লেঃকর্নেল যুবায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, আনসার ভিডিপির জেলা কমাডেন্টড কানিজ ফারজানা শান্তা প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমন।
সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রচারণা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং আচরণবিধি প্রতিপালন নিয়ে আলোচনা করা হয়। সবার শেষের সব প্রার্থীকে নির্বাচন আচরণবিধি মেনে চলতে শপথ করানো হয়। সবায় বিএনপি'র প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র আতাউর রহমান আঙ্গুর ও জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা সহ ৭ জন প্রার্থী তাদের ইশতেহার ঘোষণা করেন।

