শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নীলার বহিষ্কার প্রত্যাহার দাবি গাজীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৬, ১১ আগস্ট ২০২২

নীলার বহিষ্কার প্রত্যাহার দাবি গাজীর

জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকসহ দলীয় সকল পদ থেকে ফেরদৌসী আলম নীলাকে অব্যাহতি দেয়ার বিরোধিতা করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি করেছেন মন্ত্রী ও নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় নিজের বক্তব্যে এ দাবি করেন মন্ত্রী।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। 

এর আগে বৃহস্পতিবার (৪ আগষ্ট) জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার দায়ে নীলার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় জেলা আওয়ামীলীগ। 

রুপগঞ্জের পূর্বাচল ও এর আশেপাশের এলাকায় জমি দখলসহ নানা অবৈধ কাজে দাপট ও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে এই নীলার বিরুদ্ধে। সম্প্রতি পূর্বাচলে তার পূর্বাচল লেডিস ক্লাব গুড়িয়ে দেয় রাজউক।