মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শামীম ওসমানের নির্দেশে মেয়রকে রক্ষা করতে পিস্তল হাতে নিয়েছিলাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০২:০৮, ২১ সেপ্টেম্বর ২০২২

শামীম ওসমানের নির্দেশে মেয়রকে রক্ষা করতে পিস্তল হাতে নিয়েছিলাম

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিকে গুলি করার জন্য নয় বরং তাকে রক্ষা করার জন্য সেদিন পিস্তল হাতে নিয়েছিলেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে একথা জানান তিনি।

পোস্টে শাহ নিজাম বলেন, "আশ্চর্য হই যখন দেখি কোন রাজাকারের  সন্তান স্বাধীনতার ৫০ বছর পরেও নৌকা নিয়ে নির্বাচিত মেয়রের সামনে দাঁড়িয়ে মাইকে কথা বলে। এরা এক শ্রেণির দালাল যারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলে। এরা স্বার্থের প্রয়োজনে প্রতিনিয়ত প্রশাসনের বিরুদ্ধে কথা বলে। এরা তারাই যারা দিগন্ত টিভি খুলে দেয়ার জন্য মানব বন্ধন করে।যদিও এই ধরনের দালালরা নারায়ণগঞ্জের মানুষের কল্যানে জীবনে কিছু করেছে এমন কোন নজির নাই। এরা সংঘবদ্ধ দালাল চক্র। দালালী করা এদের পেশা। এদের কথায় আমার কিছু যায় আসে না। আমি সেদিন মেয়রকে নিরাপদ রাখার জন্য লাইসেন্স করা পিস্তল হাতে নিয়েছিলাম যেদিন মেয়রকে সামনে ঠেলে দিয়ে এই দালালরা পিছন থেকে পালিয়েছিলো। ওদের টার্গেট ছিলো মেয়রকে বিপদে ফেলে নারায়ণগঞ্জের রাজনীতির নতুন মেরুকরণ সৃষ্টি করা। ওদের এই নীল নকশা বুঝতে পেরেছিলাম বলেই মেয়রের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করেছিলাম শামীম ওসমানের নির্দেশে।''