
কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
কোমলমতি শিশুদের সাথে নিয়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করলেন আওয়ামী লীগ নেতা সোনারগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু।
শুক্রবার (১৭ মার্চ) সকালে সিনহা স্কুল এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
সিনহা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে কেক কাকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনহা স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সিনহা স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রাশেদ, শিক্ষক মোঃ আশরাফ উল্লাহ ও কাদের সরকার ছাড়াও ম্যানেজিং কমিটির আরও অন্যান্য সদস্য, শিক্ষক, কর্মচারীবৃন্দ।