মানববন্ধন
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীকে (সা:) নিয়ে বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদের খতিব আব্দুল আউয়াল কর্তৃক বক্তব্যকে কটূক্তি উল্লেখ করে এর প্রতিবাদে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামআত নারায়ণগঞ্জ জেলা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব মাওলানা গাজী মোঃ তামিম বিল্লাহ আল কাদরী।
সভাপতিত্বের বক্তব্যে তামিম বিল্লাহ আল কাদরী বলেন, আপনি মসজিদের মেম্বারে বসে মিথ্যা বক্তব্য দিয়েছেন আমরা নাকি ড্রাম- তবলা বাজিয়ে ঈদে মিলাদুন্নবী কায়েম করে নারায়ণগঞ্জের মাটিকে অপবিত্র করেছি। আপনি মুরুব্বী মানুষ পিতৃতুল্য আপনাকে কিছু বললে আমার লজ্জা লাগে। আপনি এত বড় মিথ্যা কথা বলে নারায়ণগঞ্জের আন্তর্জাতিক মিথ্যাবাদী হয়ে গেলেন। যেদিন মিম্বারে বসে মিথ্যা কথা বলেছেন সেইদিন আপনার নামাজ হয় নি!
তিনি আরোও বলেন, আপনি বলেছেন এটা নাকি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমি বলব প্রধানমন্ত্রী, এমপি শামীম ওসমান, সেলিম ওসমান, মেয়র, জেলা প্রশাসক- প্রশাসন ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা যুগে যুগে ঈদ-এ-মিলাদুন্নবী পালন করেছেন। আমরা কার কাছে বিচার দিব! আব্দুল আউয়ালের মিথ্যাচার বন্ধ করেন, তা না হলে সুন্নি জামাআত নারায়ণগঞ্জ সহ বাংলাদেশে ৬৪ টি জেলায় মামলা করব।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনি তওবা করেন। আসছে শুক্রবার পর্যন্ত আমি আল্টিমেটাম দিলাম এর মধ্যে আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেন। না হলে সুন্নি জামাআত শুক্রবার মাঠে নামবে। আব্দুল আউয়াল সাহেবকে কিভাবে শায়েস্তা করতে হয় নারায়ণগঞ্জের মানুষ জানে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানকে ভাই উল্লেখ করে তিনি আরো বলেন, আমার ভাই আল্লামা ফেরদৌস সাহেবতো বেফাস কথা বলে নাই! আল্লামা জুনায়েদ সাহেবতো বেফাস কথা বলে নাই। তাহলে আব্দুল আউয়াল সাহেব জঙ্গি মদদদাতা! প্রশাসনকে বলব তাকে রিমান্ডে এনে জিজ্ঞাস করেন। কিছু থেকে কিছু হলে নারায়ণগঞ্জ উড়িয়ে দিতে চান। নারায়ণগঞ্জের মাটি কি আপনার বাবার! আপনিতো কুমিল্লা থেকে এসেছেন। যদি জশনে জুলুসে ঢোল বাজনা দেখাইতে পারে নারায়ণগঞ্জের সুন্নি জামাআত সকলে আপনার মুরিদ হব।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আহবায়ক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম কুদরুতী, শেখ মিজানুর রহমান সুমন, মাওলান জাকারিয়া আল হোসাঈনী, মাওলানা সাইফুল ইসলাম বিপ্লবী, মাওলানা আব্দুল মান্নান জালালী, মাওলানা মনিরুল ইসলাম চানপুরী, মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, মাওলানা আব্দুল কাইয়ুম ইসলাহী, মাওলানা ডঃ হোসেন মোহাম্মদ আল আমিন, মাওলানা আবুল হাশেম, মাওলানা আব্দুল মতিন চাদপুরী, মাওলানা শিহাব বিন আজহার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল খান, বন্দর থানা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক মাহমুদ সুজন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সানি, প্রচার সম্পাদন মোঃ হিমেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আরাফাত, প্রকাশনা সম্পাদক আব্দুল আল মামুন, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সদস্য মোঃ হুমায়ুন মাদবর, মোঃ কাবিল, মোঃ বাদল। ইসলাম ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ রিদুয়ানুল ইসলাম নিবিড়, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, মোঃ ইমন আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ রুবায়েত মুনতাসির, সহ সাধারণ সম্পাদক মোঃ আজমির, মোঃ ফাহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ জুবায়ের প্রমুখ।