
আনন্দ মিছিল
নারায়ণগঞ্জে ছাত্রদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতারা।
রোববার (৩ মার্চ) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এ আনন্দ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটির সভাপতি হিসেবে রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নাসির উদ্দীন নাসিরকে মনোনীত করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সন্তান শ্যামল মালুম।
জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের নেতৃত্বে আনন্দ মিছিলে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখা ও জেলার প্রতিটি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।