
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য বাবুল ওমর বাবুর মার্কা আনারস প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট সীল মেরে সেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি।
মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার মোগড়াপাড়া এইচ জি এস সরকারি উচ্চ বিদ্যালয়ে তিনি প্রকাশ্যে ভোট দেন। এরপর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন ইনশাআল্লাহ জয় আমাদের আসবেই।
এসময় ছবিতে তার হাতে আনারসে সীল দেয়া ভোটের কাগজ ধরে রাখেন তিনি।
ইতোমধ্যে এ নিয়ে শুরু হয়ে ব্যাপক বিতর্ক। এভাবে প্রকাশ্যে সীল মেরে নির্বাচনে প্রভাব বিস্তার করার পরও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি এটি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন।