
ফাইল ছবি
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতের পূর্বে ম্নুসুল্লিদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, জাতির পিতার বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। আমরা অনেকগুলো কাজে হাত দিয়েছি, দোয়া করবেন যেন সম্পন্ন করতে পারি।
শনিবার (১৬ জুন) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭ টায় ঈদুল আজহার প্রথম জামাত ও সকাল ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া জেলায় অবস্থিত চার হাজারের বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব মসজিদের অধিকাংশগুলোতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কাশিপুর ঈদগাহ ময়দানসহ জেলাজুড়ে বিভিন্ন ঈদগাহেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।