শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় ফেরালেন নেতাকর্মীরা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৮, ৮ আগস্ট ২০২৪

নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় ফেরালেন নেতাকর্মীরা 

ফাইল ছবি

দীর্ঘ সাত বছর পরে নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয় দখল করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৮ আগষ্ট) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের একটি বিল্ডিংয়ে বিএনপির নতুন কার্যালয় স্থাপনের কাজ চলমান দেখা যায়।

এসময় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। 

এর আগে ২০১৭ সালের মার্চ মাসে নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ বিএনপির কেন্দ্রীয় অফিসটি ভেঙে দেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এর পর থেকে দীর্ঘ সাত বছর কার্যালয় ছাড়াই কার্যক্রম চলছিল বিএনপির।