শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্র-জনতা হত্যা মামলায় বিএনপির কাউন্সিলর এনায়েত আসামী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৩, ৪ সেপ্টেম্বর ২০২৪

ছাত্র-জনতা হত্যা মামলায় বিএনপির কাউন্সিলর এনায়েত আসামী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা এনায়েত হোসেন বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী হয়েছেন। সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা মামলা ১১২ নম্বর আসামী হয়েছেন তিনি। তাদের সাথে আসামী হয়েছেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসানাত, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বিএনপি বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুল সহ ১৩০ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরো ৩০০ জনকে বিবাদী করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি গতকাল বুধবার নিশ্চিত করেন। এর আগে, ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে নিহতের ভাই নাজমুল হক মামলাটি দায়ের করেন।

এনায়েত হোসেনের বিরুদ্ধে আওয়ামীলীগ টানা চারবারের ক্ষমতা থাকাকালে সরকার পতন আন্দোলনে ৬টি মামলা আসামী হয়েছেন। ২০১৬ সালের পরে আওয়ামীলীগ সরকার পতন আন্দোলনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের এনায়েত ছিলো সক্রিয়। একাধিক মামলায় এনায়েত তিন মাস কারাগারে ছিলেন। এদিকে আওয়ামীলীগ সরকার আমলে সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণের বিপুল ভোটে তিনবার নির্বাচিত হন এনায়েত হোসেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির পর বন্দরে ওয়ার্ড দায়িত্ব দিতে চেয়েছিলো তাকে। কিন্তু জনগণের পাশে থাকার কারণে বিএনপি রাজনীতি পদে আসতে পারেনি বলে জানা তিনি।

এনায়েত হোসেন জানান, যুবদল থেকে বিএনপিতে রাজনীতিতে সক্রিয় রয়েছি। আওয়ামীলীগ সরকার পতন আন্দোলনে থাকায় ছয়টি মামলার আসামী হয়েছি। টানা তিন মাস কারাগারে বন্দি ছিলাম। বিএনপি-যুবদলের পদ না পেয়েও রাজপথে ছিলাম। এলাকায় প্রভাব বিস্তারে বাধা হয়ে দাড়ানো কারণে আমাকে ছাত্র-জনতা আন্দোলনে হত্যা মামলায় আসামী করা হয়েছে। মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খানের কর্মী ফারুক লক্ষণখোলায় প্রভাব বিস্তার করতে না পারায় আমাকে মামলা জড়িয়েছে। এই এলাকায় যে কেউ প্রভাব বিস্তারে চেষ্টা করবে জনগণ প্রতিহত করবে।