
আসাদুজ্জামান রাকিব
নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিব বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর ছিল বাংলাদেশের ইতিহাসে ঘৃনিত মানবতাবিরোধী অপরাধ সংঘঠনের একটি দিন।
সোমবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় মহানগর ছাত্রশিবিরের কার্যালয়ে পল্টন ট্রাজেডি ও আব্দুল্লাহ আল ফয়সালের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, পিটিয়ে মানুষ মেরে ফেলার এমন পৈশাচিক ও জঘন্য হত্যার ঘটনা মানবসভ্যতার ইতিহাসে বিরল। ঐদিন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সন্তান আব্দুল্লাহ আল ফয়সালকে ন্যাক্কারজনক ভাবে হত্যা করা হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন ততকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার বিচারের কথা উল্লেখ করে রাকিব বলেন, হুকুমের আসামি হিসেবে বিচারিক আইনে এর শাস্তি হওয়া উচিত মৃত্যুদন্ড। বিগত ১৫ বছরের ইতিহাস ঘাটলে দেখা যাবে আওয়ামীলীগের চিরাচরিত জোর করে ক্ষমতাদখল, পাহাড় সমান দুর্নীতি, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে হামলা, মামলা জেল-জুলুম, হত্যা ইত্যাদি প্রমাণ করেছে গত ২০০৬ সালের ২৮শে অক্টোবরে হত্যার আসল কারন।
আওয়ামী আমলে বিভিন্ন হত্যাকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের মাধ্যেম ৫৪ জন চৌকস সেনা অফিসারদের হত্যা, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারিতে আল্লামা সাইদীর বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদে জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিলে শ খানেক নেতাকর্মী হত্যা, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্ত্বরে আলেম ওলামাদের হত্যা এবং সর্বশেষ জুলাই বিপ্লবে নীরিহ ছাত্র-জনতার উপর হত্যার মহোৎসব তারা বাস্তবায়ন করেছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল।
সবশেষে তিনি শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া সকল অপরাধীর দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি অন্তর্বতী কালীন সরকারের কাছে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার জোর দাবি জানান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন মহানগরের সেক্রেটারি ইসমাইল, দপ্তর সম্পাদক অমিত হাসান ও শাখার অন্যান্য নেতৃবনেতৃবৃন্দ।