
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মাদক মামলায় নয়ন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত দায়রা ও জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এ রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ কাইয়ুম খান।
এর আগে ২০২২ সালে নয়নকে ফতুল্লার পিলকুনি এলাকায় নিজ বাসা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ। পরবর্তীতে ফতুল্লা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।