শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সারারাত অবস্থান ছিল ছাত্র-জনতার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫১, ১০ নভেম্বর ২০২৪

ফতুল্লায় সারারাত অবস্থান ছিল ছাত্র-জনতার 

অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে রাতভর আওয়ামীলীগের নৈরাজ্য রুখতে অবস্থান নেয় ছাত্র-জনতা। 

রোববার (১০ নভেম্বর) সকাল থেকেও অবস্থান অব্যাহত আছে তাদের। ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। 

এর আগে নৈরাজ্য তৈরির লক্ষ্যে ঢাকায় কর্মসূচি ডাকে আওয়ামীলীগ। এ খবরে ঢাকায় প্রবেশের এ সড়কের ফতুল্লার বিভিন্ন পয়েন্টে শক্ত অবস্থান নেয় ছাত্র-জনতা। 

সেখানে অবস্থান নেয়া রিয়াদ মোহাম্মদ চৌধুরী জানান, আমরা আর কোন ফ্যাসিবাদের দোসরদের ও ফ্যাসিস্টদের দেশে কোন নৈরাজ্য করতে দেবনা। আমাদের নেতাকর্মী ও ছাত্র-জনতা বিভিন্ন স্থানে সতর্ক পাহাড়ায় আছে যেন কেউ জানমালের কোন ক্ষতি করতে না পারে।