রোববার, ২০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ৩৫০০ দুস্থ পরিবারে পৌছলো তারেক রহমানের ঈদ উপহার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৯, ২১ মার্চ ২০২৫

না.গঞ্জে ৩৫০০ দুস্থ পরিবারে পৌছলো তারেক রহমানের ঈদ উপহার

ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা ও মহানগর যুবদল। তারেক রহমানের পক্ষ থেকে এসকল দুস্থ ও অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। 

শুক্রবার (২১ মার্চ) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর ও খানপুর এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

শুক্রবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গভর্মেন্ট গার্লস স্কুল প্রাঙ্গণে জেলা যুবদলের পক্ষ থেকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ করা হয়। এসময় প্রায় ২৫০০ অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উল ফিতরের উপহার বিতরণ করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।  

জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে শহরের নগর খানপুর এলাকায় বিবি মরিয়ম স্কুল প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ করে মহানগর যুবদল। এসময় প্রায় ১ হাজার অস্বচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ করে মহানগর যুবদল। 

এসময় আবদুল মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগের যেসকল ক্যাডার বাহিনী এখনও নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমি আমার দলের প্রতি কঠোর নির্দেশনা দিচ্ছি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাউকে যদি অনুপ্রবেশের সুযোগ দেয়া হয় এর কোন ক্ষমা হবে না। কেউ ফ্যাসিস্টদের সহযোগিতা করলে তাদের চিহ্নিত করে ব্যাবস্থা নেয়া হবে। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ তিনটি ভুয়া নির্বাচন করেছে। বিনা ভোটে নির্বাচন করেছে, রাতের ও ডামি নির্বাচন করেছে। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম ওসমানের পরিবার, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম ও তাদের দোসররা এ এলাকায় যে গুন্ডামি করেছে। বিএনপি ক্ষমতায় এলে এগুলো কেউ করতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ প্রমুখ।