
ফাইল ছবি
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোববার দুপুরে ভূমি মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা, ভূমি সংক্রান্ত বিষয়ে গণশুনানি, ভূমি কর পরিশোধ, স্টল স্থাপন, লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা, তথ্য আদান-প্রদান ও র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা ভূমি অফিস সোনারগাঁও ও কাঁচপুর সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এ ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আলমগীর হোসেন, সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, পনির ভুঁইয়া, হিরালাল বাদশা, শেখ ফরিদ, আরশাদ হোসেন অন্য প্রমুখ।
এর আগে ভূমি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ভূমি মালিক, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।