শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাড়তি বাস ভাড়া অযৌক্তিক : আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫২, ২১ আগস্ট ২০২৫

বাড়তি বাস ভাড়া অযৌক্তিক : আল আমিন

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী আবদুল্লাহ আল আমিন বলেছেন, ঢাকা-না.গঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করে দ্রুত এই ভাড়া প্রত্যাহার করার দাবী জানিয়েছেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। 

আল আমিন বলেন, গত বছরের নভেম্বরে ছাত্র জনতার দাবীরে প্রেক্ষিতে ঢাকা নারায়ণগঞ্জ রুটে নন এসি বাস ভাড়া ৫০ টাকা নির্ধারন করা হয়েছিলো। নতুন করে জ্বালানি সহ কোনকিছুর মূল্য বৃদ্ধি না হলেও অযৌক্তিক কারন দেখিয়ে বাসের ভাড়া ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ঢাকা নারায়ণগঞ্জ রুটে বর্তমানে নন এসি বিআরটিসি বাস ৪০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন করছে। নন এসি বেসরকারি বাসগুলো ৫০ টাকা ভাড়া নিয়ে নয় মাস চললেও কেবলমাত্র জনগণের পকেট কাটার জন্য ভাড়া বৃদ্ধির দাবী তোলা হয়েছে। এই দাবী বাস্তবায়ন জনগণের প্রতি অবিচার ছাড়া কিছু নয়। সিট এবং আইনের দোহাই দিয়ে ভাড়া বাড়ানো যাত্রীদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে বাস মালিকরা। অবিলম্বে এই বাস ভাড়া প্রত্যাহার করে ৫০ টাকা ভাড়া নির্ধারন করার আহবান জানাই।