অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আপনারা ধারণা করতে পারেন আমি মনোনয়ন চেয়েছিলাম, সাবেক এমপি কালাম সাহেব, সাখাওয়াত সাহেব, শিল্পপতি বাবুল সাহেব, আশাও মনোনয়ন চেয়েছিল। আপনারা ভাবতে পারেন আমি কেন এখানে এসেছি। আমি জিয়া পরিবারের নির্দেশে এখানে এসেছি। ধানের শীষের মার্কার পাশে এসে দাঁড়িয়েছি। আপনারাও মাসুদ ভাইয়ের পাশে থাকবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আজ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আমার মা মাটি মানুষের নেত্রী খালেদা জিয়া ও আমার নেতা তারেক রহমানের প্রার্থী মাসুদুজ্জামানের জন্য আজকের এই জনসভা। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই।

