মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভা
বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপি বড় দল। এখানে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকবেই। এখানে অনেকের আত্মত্যাগ রয়েছে। তবে আমরা সকলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। নারায়ণগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি, তারেক রহমানের ঘাটি। দলকে বিব্রত করা যাবে না। সকলকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। উনি তারেক রহমানের ক্যান্ডিডেট, সকলকে মনে রাখতে হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আজ সাখাওয়াত ভাইয়েরও থাকার কথা ছিল। সভাপতিত্ব করার কথা ছিল। তার ছেলে অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। আমরা যারা ধানের শীষের কান্ডারি আমাদের জন্য তারেক রহমান ও খালেদা জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত।
তিনি আরও বলেন, তারেক রহমান নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছে। আপনাদের মডেল মাসুদ, আমাদের রাজীব বলেছে তিবি এ আসনকে মডেল হিসেবে গড়ে তুলবে।
তিনি বলেন, আমাদের সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। বিগত আমলে হাসিনা কীভাবে স্টিরোলার চালিয়েছিল আপনারা দেখেছেন। সে ধরনের স্বৈরশাসক না চাইলে তারেক রহমানের দল খালেদা জিয়ার দলকে ভোট দিতে হবে। মনে রাখতে হবে দলের প্রশ্নে আমরা সকলে এক।

