মাসুদুজ্জামান মাসুদ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, আমরা সুন্দর একটি নির্বাচনের অপেক্ষায় আছি। ঘরে ঘরে ভোট চাওয়ার সময় হয়ে গেছে। সর্বোচ্চ ভোটের ব্যাবধানে আপনারা ধানের শীষ মার্কাকে জয়ী করবেন। আমরা যেন এ আসনটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তার নির্বাচনী জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি আপনাদের সকলকে আমার সালাম ও কৃতজ্ঞতা জানাই। আপনারা কষ্ট করে এই জনসভায় এসেছেন। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ।
আজকের এই অনুষ্ঠান সফল করতে আজাদকে দায়িত্ব দেয়া হয়েছিল। ঐক্যবদ্ধ বন্দর ও সদর এক মঞ্চে এখানে একসাথে বসাতে পেরেছি। সেজন্য আমি আমার ভাই আজাদকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছিল। আপনারা ঘরে ঘরে তার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে সম্মানিত করেছেন।

