বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মৃদু ভূমিকম্প

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৫, ২৭ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে মৃদু ভূমিকম্প

ফাইল ছবি

নারায়ণগঞ্জে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৬।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ১৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।

এর আগে সিলেটে বৃহস্পতিবার ভোর ৬টায় ৩ দশমিক ৫ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে। 

সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট থেকে মনিপুরের দূরত্ব অনেক। যে কারণে ৩ দশমিক ৫ মাত্রার মৃদু কম্পন অনুভূত হলেও সেটিতে ভয়ের কিছু ছিল না। তবে রাত ৩টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পের কোনো রেকর্ড নেই। আর দূরত্ব বেশি হলে অনেক সময় ভূমিকম্প অনুভূত হয় না।