ফতেহ মোহাম্মদ রেজা রিপন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, মহানগর বিএনপির ঐক্যবদ্ধ ধানের শীষের এই জনসভা। ধানের শীষের কান্ডারি তারেক রহমান। তারেক রহমানের মনোনীত আমাদের মাসুদুজ্জামান মাসুদ ভাই। তারেক রহমানের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ধানের শীষের মার্কায় মাসুদ ভাইকে আমরা বিপুল ভোটে বিজয়ী করে আনবো। আজকের জনসভা থেকে আমরা এই অঙ্গীকার ব্যাক্ত করছি।

