প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার নান্নুর স্ত্রী জোহরা বেগম (৪০)। এ ঘটনায় মোটরসাইকেল চালক জোনায়েদ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, সকালে সড়ক পারাপারের সময় বাইকের ধাক্কায় গুরুতর আহত হন জোহরা বেগম ও বাইক চালক জোবায়ের। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জোহরা বেগমকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার জানান, সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি।

