বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাসুদুজ্জামান মডেল না.গঞ্জ গড়বেন : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪০, ২৭ নভেম্বর ২০২৫

মাসুদুজ্জামান মডেল না.গঞ্জ গড়বেন : রাজীব

মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আজকের নির্বাচনী জনসভা থেকে আমরা মেসেজ দিতে চাই কেন আপনারা বিএনপিকে ভোট দিবেন। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। তিনি নির্বাচিত হলে কীভাবে দেশ পরিচালনা করবেন তা ৩১ দফায় বর্ণনা করেছেন। এখানে নারীরা আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি নির্বাচিত হলে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমাদের প্রতিপক্ষরা অনেক কথা বলেন। তাদের মধ্যে ফ্যাসিবাদী মন মানসিকতা রয়ে গেছে।। তাদের নেতা করেয়কদিন আগে বলেছেন প্রশাসনকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এ ধরনের ফ্যাসিবাদী আচরণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 

তিনি বলেন, আমাদের দলের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাই। তার নামের আগে মডেল শব্দ লাগানো হয়। তিনি মডেল নারায়ণগঞ্জ গড়বেন এটাই আমাদের প্রত্যাশা।