বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা ক্ষমতালোভী না: রুহুল আমিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৬, ২৭ নভেম্বর ২০২৫

আমরা ক্ষমতালোভী না: রুহুল আমিন 

রুহুল আমিন শিকদার

নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা রুহুল আমিন শিকদার বলেছেন, আমরা আগামী নির্বাচনে দল থেকে যাকেই ধানের শীষের প্রার্থী দেয়া হবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ। আমরা একসাথে ছিলাম। আজও আমরা কোন ভাইয়ের নেতৃত্বে নয়, আমরা ঐক্যবদ্ধ। দল মনোনয়ন দিলে তার পক্ষে আমরা যাবো। আমরা ক্ষমতালোভী না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা বিএনপির দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আজকে এমন একজন নেত্রীর জন্য আমাদের এই আয়েজন যিনি একজন মহীয়সী নারী। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ। এখনও তিনি দেশ ও জাতির জন্য সংগ্রাম করছেন। গণতন্ত্রের জন্য তিনি যুদ্ধ করছেন।

১৯৮২ সালে স্বৈরাচার এরশাদের সময় বিএনপির দায়িত্ব নেন তিনি। দীর্ঘ নয় বছর এরশাদ বিরোধী আন্দোলন করে তিনি বিএনপিকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে ঘাটে গিয়েছেন। আজ তিনি অসুস্থ। 

তিনি বারবার বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। তিনি অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন। ছোট ছেলে কোকোকে হারিয়েছেন। দীর্ঘদিন তিনি কারাবাস করেছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য। 

আমরা আপনাদের কাছে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চাই। ফতুল্লার রিয়াদ চৌধুরী তৃণমূল থেকে উঠে আসা নেতা। দীর্ঘ সতেরো বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে সেরকম এক নেতাকে ষড়যন্ত্রমূলক ভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন জানাচ্ছি।