দোয়া ও মিলাদ মাহফিল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনগুলোর উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, তাতিদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর অসুস্থতায় দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি—তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসেন।”
এ সময় নেতারা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ঐক্যের কথা তুলে ধরে বলেন, “দীর্ঘ ১৭ বছর ফতুল্লা থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, তাতিদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল আমরা সকলেই একসাথে রাজপথে ছিলাম। আজো আছি। আমরা কোনো ভাইয়ের রাজনীতি করি না। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই নির্বাচন করব।”
নেতারা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফতুল্লার সবচাইতে জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে এক কুচক্রী মহল ষড়যন্ত্র করে শীর্ষ নেতাদের ভুল বুঝিয়ে তাকে দল থেকে বহিষ্কার করিয়েছে। তারা দলীয় শীর্ষ নেতাদের প্রতি অবিলম্বে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আহ্বান জানান।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও একইসাথে দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুগ্ম আহ্বায়ক এস,কে, শাহিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, সদস্য সচিব মো. ইব্রাহিম, শ্রমিক দলের সদস্য সচিব আলআমিন শাহ, ফতুল্লা থানা তাতি দলের আহ্বায়ক ইউনুস মাস্টার, সদস্য সচিব ইমন, থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিলন ঢালি সহ ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

