ফাইল ছবি
বহিষ্কার প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পরদিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ টি এম কামাল নারায়ণগঞ্জ পোস্টকে জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরে তিনি মাঠের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেবেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের জন্য দোয়া চান। একই সঙ্গে তিনি সকল সাংবাদিকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামালের বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সংগঠনবিরোধী কর্মকান্ডের অভিযোগে ২০২২ সালের ১৮ জানুয়ারিতে তাঁকে বহিষ্কার করা হলেও পুনর্বিবেচনার আবেদনের পর কেন্দ্রীয় সিদ্ধান্তে এই শাস্তি প্রত্যাহার করা হয়। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ সংকট ও ভুল বোঝাবুঝি নিরসনে কেন্দ্রীয় পর্যায়ে ঐক্যবদ্ধ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কার প্রত্যাহারের ফলে সাংগঠনিক কর্মকান্ড আরও গতিশীল হবে বলে মনে করছেন নেতারা।

