ফাইল ছবি
নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবতন ছিল ২০২৫ সালের অন্যতম আলোচিত একটি ঘটনা। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দীর্ঘ সতেরো বছর পরে দেশে পরে আসেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় তাকে গণসংবর্ধনা দেয়া হয়।
তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেয় শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত প্রস্তুতি নেয় বিএনপি।
রূপগঞ্জের উপকন্ঠে গণসংবর্ধনা অনুষ্ঠিত হওয়ায় বাড়তি দায়িত্ব ছিল রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের ওপর। গণসংবর্ধনায় সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের সুবিধার্থে ব্যাপক আয়োজন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নেতাকর্মীদের জন্য খাবার, মেডিকেল সাপোর্টের ব্যাবস্থা করেন তিনি।
গণসংবর্ধনায় অংশ নিতে বিএনপির অনেক নেতাকর্মী আগের দিন সমাবেশস্থলে চলে আসে। এসকল নেতাকর্মীদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থাসহ তাদের সুবিধার্থে নানাবিধ ব্যাবস্থা করেন দিপু ভূঁইয়া। ৩০০ ফিট এলাকার আশেপাশে প্রায় ১৫০ মোবাইল টয়লেট স্থাপন করেন তিনি। এছাড়াও সমাবেশে আসা নেতাকর্মীদের জন্য ৪টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম, ফ্রি ঔষধের ব্যাবস্থা করেন তিনি।
এছাড়াও নেতাকর্মীদের জন্য বিশুদ্ধ পানি ও শরবত সরবরাহের ব্যাবস্থাও করতে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেন দিপু ভূঁইয়া।
২৫ ডিসেম্বর অতীতের সকল রেকর্ড ভেঙে কয়েক লক্ষ নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা ৩০০ ফিট এলাকায় উপস্থিত হন। দলের শীর্ষ নেতাকে কাছে পেয়ে নারায়ণগঞ্জ বিএনপি উজ্জীবিত হয়ে ওঠে।

