ফাইল ছবি
নারায়ণগঞ্জে ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে অভ্যন্তরীন কোন্দল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে যা বছরের অন্যতম আলোচিত একটি ঘটনা। দফায় দফায় চলা এই সংঘর্ষে যুবদল কর্মী হাসিবসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
২০২৫ সালের ১৯ মার্চ রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী হাসিব নিহত হন। এঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
জানা যায়, এদিন তারাবির নামাজের পর রবিন নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেন চনপাড়া সাংগঠনিক ইউনিয়ন যুবদলের সভাপতি মনির দেওয়ানের অনুসারী লোকজন। তাকে স্থানীয় যুবদলের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রবিনকে ছাড়িয়ে নিতে আসেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম রাব্বানী। এ নিয়ে উভয়পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।
জানা যায়, তারাবির নামাজ শেষে হাতাহাতির ঘটনার পর দিকে উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, টেঁটা, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ভোর পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এঘটনার পর গত ২০ মার্চ রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।
সংঘর্ষের ঘটনার পরে একাধিকবার চনপাড়ায় যৌথ অভিযান চালায় পুলিশ। এই অভিযানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বছরজুড়েই দফায় দফায় চনপাড়ায় মাদক সম্রাজ্যের নিয়ন্ত্রণকে ঘিরে সংঘর্ষের একাধিক ঘটনা ঘটে।

