বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সালতামামি ২০২৫

বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার ও দলে ফেরা ছিল আলোচনায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৫, ৩১ ডিসেম্বর ২০২৫

বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার ও দলে ফেরা ছিল আলোচনায়

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বছরজুড়েই নানা কর্মকাণ্ডে আলোচনায় ছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে নানা অভিযোগে এবছর দল থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে বহিষ্কৃত বেশ কয়েকজন আলোচিত নেতাকে এ বছর দলেও ফিরিয়ে নেয় বিএনপি। 

২০২৫ সালের ১৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। 

এ ঘটনার পরপরই ঢাকার বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীর সাথে ফোনালাপের অডিও ফাঁস হলে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে অডিওটি এডিটেড বলে দাবী করেন রিয়াদ চৌধুরীর আইনজীবীরা এবং ভুক্তভোগী ব্যাবসায়ীও বিষয়টি একান্তই ব্যাক্তিগত আলাপচারিতার অডিও বলে জানান।

এছাড়াও ২০২৫ সালের ১১ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে বছরের ১৭ নভেম্বর তাদের পুনরায় দলে ফিরিয়ে নেয়া হয়।

এছাড়াও চলতি বছরের ১৩ নভেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয়া হয় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবালকে। ১৯ নভেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয়া হয় মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান মুকুল, সাবেক কাউন্সিলল শওকত হাসেম শকু ও মো. গোলাম নবী মুরাদকে। ২২ নভেম্বর দলে ফিরিয়ে নেয়া হয় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালকে।

বছরের একেবারে শেষে ৩০ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয় নারায়ণগঞ্জের সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন ও বিএনপি নেতা শাহ আলমকে।

এছাড়াও নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বহিষ্কার করা হয়।