ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে রিয়াদকে নির্দেশ দেয়া হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি। পরবর্তীতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করলে রিয়াদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।

