শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, নারায়ণগঞ্জেও নিরাপত্তার শঙ্কা নেতাদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১২, ৮ জানুয়ারি ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, নারায়ণগঞ্জেও নিরাপত্তার শঙ্কা নেতাদের

প্রতীকী ছবি

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান মুছাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

গতকাল রাতে ঢাকার তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুছাব্বির। এঘটনার পর নারায়ণগঞ্জেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীরা নিজেদের পক্ষ থেকে কাজ করছেন।

এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজন ও অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।