শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এটিএম কামালের মায়ের কুলখানিতে দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৯, ৯ জানুয়ারি ২০২৬

এটিএম কামালের মায়ের কুলখানিতে দোয়া

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরে বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) শহরের মিশনপাড়া এলাকায় এটিএম কামালের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় সকলের কাছে নিজের মায়ের জন্য দোয়া চান এটিএম কামাল।

এর আগে গত ৫ জানুয়ারি বিকেলে এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেদিন বাদ এশা তার প্রথম জানাজা মিশনপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৬ জানুয়ারি সোনারগাঁয়ের বারদী মসলন্দপুর গ্রামে বাদ জোহর দারুল উলুম ও এতিমখানা মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে তাকে এলাকার কবরস্থানে দাফন করা হয়।