ফাইল ছবি
নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম দিন দিন দুর্বল হয়ে পড়ছে। জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত থাকায় দীর্ঘ ১৫ মাস ধরে নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে সংগঠনটি। এতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও স্থবিরতা বিরাজ করছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জেলা ও মহানগর কমিটির পাশাপাশি থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের সব কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি এবং মহানগর ছাত্রদলের কমিটি ২০২৩ সালের ২৬ জানুয়ারি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ সময়েও পূর্ণাঙ্গ ও কার্যকর সাংগঠনিক গতি না আসায় কেন্দ্রীয় নেতারা কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেন। সে হিসাবে বর্তমানে দীর্ঘ পনেরো মাসের বেশি সময় ধরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল কমিটিহীন অবস্থায় রয়েছে।
কমিটি না থাকায় রাজনৈতিক কর্মসূচি পালন, সাংগঠনিক তৎপরতা ও নতুন নেতৃত্ব গড়ে তোলার কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে।
একাধিক ছাত্রদল নেতাকর্মী জানান, কেন্দ্র থেকে দ্রুত নতুন কমিটি ঘোষণার আশ্বাস মিললেও বাস্তবে তা আলোর মুখ দেখছে না। ফলে অনেক কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছেন, কেউ কেউ সংগঠন থেকে দূরেও সরে যাচ্ছেন।
নারায়ণগঞ্জের ছাত্রদলের নেতারা বলছেন, নারায়ণগঞ্জ ছাত্রদল একসময় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখত। কিন্তু এখন নেতৃত্ব না থাকায় কেউ দিকনির্দেশনা দিচ্ছে না। এতে সংগঠনের শক্তি দিন দিন কমে যাচ্ছে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকা। যাচাই-বাছাই শেষে যোগ্য নেতৃত্বের মাধ্যমে দ্রুত নতুন কমিটি গঠন করা হবে।
এদিকে দ্রুত কার্যকর কমিটি ঘোষণা না হলে নারায়ণগঞ্জে ছাত্রদলের সাংগঠনিক ভিত আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এটি ভবিষ্যৎ আন্দোলন ও রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

