অ্যাডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের নেতাকর্মীরা অনেক কষ্ট করেছে। এই ভোটের জন্যই আমরা ১৭ বছর আন্দোলন করেছি। আপনারা দেখেছেন আমরা অতীতে এখানে কীভাবে কাজ করেছি। আমরা ক্ষমতায় গেলে আপনাদের সেবা করবো।
সোমবার (১৮ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এখানে এসেছি আমাদের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে। আমাদের নেত্রীও আমাদের ছেড়ে চলে গেছেন তাদের ছোট পুত্র কোকোও আমাদের পাশে নেই। আমি তাদের সকলের জন্য দোয়া চাই।

