রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৪৫১ কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার হবে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৭, ১৮ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে ৪৫১ কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার হবে

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৭৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৫১টি কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

রোববার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার এ তথ্য জানান। 

তিনি বলেন, ইতোমধ্যে পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বডি অন ক্যামেরায় ধারণকৃত ভিডিও যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

একইসঙ্গে কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সহায়তায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।