ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র। তাঁর রাজনৈতিক জীবনের অবসান একটি মহাকাব্যের সমাপ্তির মতো। তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করতে পারলে দেশ গঠনে কোনো ব্যত্যয় ঘটবে না।
রোববার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালামের পক্ষে ভোট ও দোয়া চান এবং সব শ্রেণির ভোটারকে ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করার আহ্বান জানান।

