রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হলেন যারা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৯, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩৯, ১৮ জানুয়ারি ২০২৬

না.গঞ্জে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হলেন যারা 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের নাম ঘোষণা করা হয়েছে। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) পুলিশ লাইনসে আয়োজিত সভায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী শ্রেষ্ঠ অফিসারদের হাতে সম্মাননা তুলে দেন।

জেলার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত হন রূপগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) জয়নাল আবেদীন। শ্রেষ্ঠ সহকারী সাব ইন্সপেক্টর নির্বাচিত হন আড়াইহাজার থানার এএসআই নিজাম উদ্দিন। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম। শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার নির্বাচিত হন বন্দর থানার এসআই (নিঃ) মোঃ মনির হোসাইন।

ক্লু লেস মামলা ডিটেকশনে শ্রেষ্ঠ অফিসারের স্বীকৃতি পান ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) ইয়াসিন আরাফাত। শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) ওয়াসিম আকরাম। দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত হন আড়াইহাজার থানার এএসআই (নিঃ) মামুনুর রশিদ। এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার নির্বাচিত হন ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং শ্রেষ্ঠ অফিসারদের অভিনন্দন জানান।