ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, কোন সাইনবোর্ড বা দলের নাম ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা যেন নতুন করে মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কাউসার আশা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য ভিন্ন বাস্তবতার এক নির্বাচন। দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। নির্বাচন ব্যবস্থাকে নাটকে পরিণত করা হয়েছিল। এমনকি ডামি নির্বাচনেও ভোটারদের উপস্থিতি ছিল না।
তিনি আরও বলেন, এই নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। একদিকে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে হারিয়েছি, অন্যদিকে তারেক রহমানকে আবার কাছে পেয়েছি। এই দুই বাস্তবতার সমন্বয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের পথে যে বাধা ছিল, তা অনেকটাই দূর হয়েছে। তবে মানুষ দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভাবতে শুরু করেছে দেশে আর ভোট হবে না। এই মানসিকতা ভাঙতে হবে। মানুষকে বোঝাতে হবে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। এটাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

