রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদক ব্যবসায়ীকে নেতৃত্বে আসতে দেওয়া হবে না: সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৪, ১৮ জানুয়ারি ২০২৬

মাদক ব্যবসায়ীকে নেতৃত্বে আসতে দেওয়া হবে না: সাখাওয়াত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বেগম খালেদা জিয়া আমাদের আদর্শ। তাঁর আচার-আচরণ ও রাজনীতির দর্শন যদি দলীয় নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত ধারণ করতে পারি এবং সেই অনুযায়ী জনগণের পাশে দাঁড়াতে পারি, তাহলে বিএনপি এমন শক্তিতে পরিণত হবে, যাকে কখনও ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না।

রোববার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি স্পষ্ট করে বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে দলের কোনো কর্মকাণ্ড বা নেতৃত্বে আসতে দেওয়া হবে না। দলকে একটি সুষ্ঠু ও সুন্দর ধারায় পরিচালনা করাই বিএনপির লক্ষ্য।