রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‘আমার স্বাক্ষর জাল হতে পারে’ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৯, ১৮ জানুয়ারি ২০২৬

‘আমার স্বাক্ষর জাল হতে পারে’ 

ফাইল ছবি

নির্বাচনের লড়াই যখন চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, ঠিক তখনই নিজের প্রার্থিতা রক্ষায় সতর্ক অবস্থান নিয়েছেন নারায়ণগঞ্জ-০৩ ও ০৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষকে মোকাবিলা করার পাশাপাশি পর্দার আড়ালের ষড়যন্ত্র রুখতে তিনি এখন সমান তৎপর। বিশেষ করে তাঁর অগোচরে কেউ যেন কোনো অসাধু উপায়ে তাঁকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে না পারে, সেই লক্ষ্যেই তিনি আগেভাগে নির্বাচন কমিশনের দরজায় কড়া নেড়েছেন। গিয়াসউদ্দিনের এই পদক্ষেপ জেলার নির্বাচনী আমেজে নতুন এক সতর্কবার্তা যোগ করেছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মুহাম্মদ গিয়াসউদ্দিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে একটি গুরুত্বপূর্ণ আবেদন জমা দেন। তাঁর এই আবেদনের মূল লক্ষ্য ছিল— ‘আমার স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের ষড়যন্ত্র সম্পর্কে অবগতকরণ’। জালিয়াতির মাধ্যমে প্রার্থিতা বাতিলের যেকোনো অপচেষ্টা নস্যাৎ করতেই তিনি এই লিখিত আবেদনটি দাখিল করেন।

আবেদনের তথ্যমতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুহাম্মদ গিয়াসউদ্দিন উভয় আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন। তবে একটি স্বার্থান্বেষী ও অসাধু চক্র তাঁর স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার ষড়যন্ত্র করছে বলে তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন। এই ধরণের প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর সাংবিধানিক অধিকার হরণ এবং নির্বাচনী পরিবেশ ব্যাহত করার একটি নীলনকশা করা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

লিখিত আবেদনে তিনি প্রশাসনকে স্পষ্টভাবে অবগত করেছেন যে, তিনি কোনো অবস্থাতেই মনোনয়নপত্র প্রত্যাহার করছেন না এবং ভবিষ্যতেও করবেন না। তাই তাঁর নাম ও স্বাক্ষর ব্যবহার করে দাখিলকৃত যেকোনো প্রত্যাহার সংক্রান্ত আবেদন যেন কোনো অবস্থাতেই গ্রহণ বা বিবেচনা করা না হয়।

মুহাম্মদ গিয়াসউদ্দিনের এই লিখিত সতর্কবার্তা জমা দেওয়ার ফলে এখন তাঁর স্বাক্ষর সংবলিত কোনো প্রত্যাহারের আবেদন এলেও তা অধিকতর যাচাই-বাছাইয়ের সুযোগ তৈরি হলো। মূলত ষড়যন্ত্রকারীদের পথ বন্ধ করতেই তিনি রিটার্নিং কর্মকর্তাকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করে রেখেছেন।