রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‎মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৭, ১৮ জানুয়ারি ২০২৬

‎মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান বিএনপির

আবুল কাউসার আশা

মাদক ও সন্ত্রাস কখনও কারো আপন হতে পারে না মন্তব্য করে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, কোনো সাইনবোর্ড বা দলের নাম ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা যেন নতুন করে মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ওই অনুষ্ঠান ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আনোয়ার মাহমুদ বকুলের উদ্যোগে এবং কামাল উদ্দিন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

বক্তব্যে আবুল কাউসার আশা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য ভিন্ন বাস্তবতার এক নির্বাচন। দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। নির্বাচন ব্যবস্থাকে নাটকে পরিণত করা হয়েছিল। এমনকি ডামি নির্বাচনেও ভোটারদের উপস্থিতি ছিল না।

তিনি আরও বলেন, এই নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। একদিকে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে হারিয়েছি, অন্যদিকে তারেক রহমানকে আবার কাছে পেয়েছি। এই দুই বাস্তবতার সমন্বয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের পথে যে বাধা ছিল, তা অনেকটাই দূর হয়েছে। তবে মানুষ দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভাবতে শুরু করেছে দেশে আর ভোট হবে না। এই মানসিকতা ভাঙতে হবে। মানুষকে বোঝাতে হবে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। এটাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বেগম খালেদা জিয়া আমাদের আদর্শ। তাঁর আচার-আচরণ ও রাজনীতির দর্শন যদি দলীয় নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত ধারণ করতে পারি এবং সেই অনুযায়ী জনগণের পাশে দাঁড়াতে পারি, তাহলে বিএনপি এমন শক্তিতে পরিণত হবে, যাকে কখনও ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না।

তিনি স্পষ্ট করে বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে দলের কোনো কর্মকাণ্ড বা নেতৃত্বে আসতে দেওয়া হবে না। দলকে একটি সুষ্ঠু ও সুন্দর ধারায় পরিচালনা করাই বিএনপির লক্ষ্য।

মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র। তাঁর রাজনৈতিক জীবনের অবসান একটি মহাকাব্যের সমাপ্তির মতো। তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করতে পারলে দেশ গঠনে কোনো ব্যত্যয় ঘটবে না।

এসময় তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালামের পক্ষে ভোট ও দোয়া চান এবং সব শ্রেণির ভোটারকে ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট শেখ আঞ্জুমান আহমেদ রিফাত, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, নুরুল ইসলাম মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।