শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

থানা লুট ও সরকারি প্রতিষ্ঠান সহ শিল্প প্রতিষ্ঠানগুলো রক্ষার্থে রিয়াদ চৌধুরীর ভুমীকা স্মরনীয় -বাবুল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৩, ১৭ জানুয়ারি ২০২৬

থানা লুট ও সরকারি প্রতিষ্ঠান সহ শিল্প প্রতিষ্ঠানগুলো রক্ষার্থে রিয়াদ চৌধুরীর ভুমীকা স্মরনীয় -বাবুল

শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা

ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে ও প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল। 

বক্তব্যে তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সহায়তার মাধ্যমে একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি ৫ আগস্টের কথা স্মরণ করে বলেন,সারাদেশে যখন থানাগুলো লুট করা হচ্ছিলো ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছিলো  তখন আমি রিয়াদ চৌধুরী কে ফোন করে থানা  সহ সরাকরি সকল অন্যান্য স্থাপনা রক্ষার্থে কিছু লোকজনের সহোযোগিতা চাই।  ও সাথে সাথে থানা রক্ষা সহ  সরকারি তেল ডিপো সহ আশপাশের  সকল সরাকরি স্থাপনা রক্ষার্থে  সহোযোগিতা করে। সেদিন যদি থানা লুট হতো সেই লুটকৃত অস্ত্র দিয়ে আজ আমাদের বুকেই গুলি করা হতো।  সে সময় কল কারখানার শ্রমিকরা নিজেদের পূর্ববর্তী  ক্ষোভ মিটাতে যখন কারখানাগুলোতে সংহিসতায় কাজ করার অপচেস্টায় সক্রিয় হয়ে উঠেছিলো সে সময় ও রিয়াদ চৌধুরী কারখানাগুলোকে রক্ষা করেছে। সেদিনের জন্য আমি রিয়াদ চৌধুরী কে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ।

নারায়ণগঞ্জ জেলা প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে, এস, এম আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর মোহাম্মদ মনির, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শতাধিক দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।